হঠাৎ যুদ্ধ শুরু হলে কীভাবে আত্মরক্ষা করা যায়, তা হাতেকলমে পড়ুয়াদের শেখানো হল বিভিন্ন স্কুলে। কেউ ঘরের ভিতর থাকার সময়ে কিংবা বাইরে থাকার সময় কীভাবে নিজেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে তাও প্রশিক্ষণ দেওয়া হয়। হঠাৎ সাইরেন বাজলে দুই কানে আঙুল দিয়ে কীভাবে নিরাপদ জায়গায় সরে যেতে হবে, রাতে সাইরেন বেজে উঠলে কীভাবে নিজেদের বাড়ি-সহ গোটা এলাকা ব্ল্যাক আউট করে দিতে হবে, যুদ্ধ চলাকালীন কেমন ধরনের পোশাক পরা উচিৎ, শেখানো হল স্কুল পড়ুয়াদের।