জল জমে যাওয়ার কারণে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ। বহু এলাকায় সাবস্টেশন ডুবে যাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রেল লাইনে জল জমে যাওয়ায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল বা বিপর্যস্ত হয়েছে। মেট্রো রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে, বিশেষ করে পাতাল লাইনে জল ঢোকার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল। তবে এতটা বৃষ্টির সম্ভাবনা অনেকেই ভাবেননি। শহরের একাধিক জল জমা এলাকায় কলকাতা পুরসভা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পাম্প বসিয়ে জল সরানোর কাজ শুরু করেছে। তবে বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।