৬ মহাদেশের ৬২টি দেশের ৫০১টি শহরে একটি সমীক্ষা করে ডাচ্ সংস্থা টমটম। তাদের দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের ৭৬ শতাংশ শহরের-ই গতি কমেছে। যানজটের কারণ মন্থর— এমন শহরের তালিকায় কলকাতার পরেই রয়েছে বেঙ্গালুরু। পুণে। হায়দরাবাদ। চেন্নাই। মুম্বই। বিশ্ব মন্থর শহরের তালিকায় কলকাতা দ্বিতীয়, তৃতীয় বেঙ্গালুরু এবং চতুর্থ পুণে। দেশের নিরিখে পঞ্চম হায়দরাবাদ। মুম্বই ষষ্ঠ এবং অহমেদাবাদ সপ্তম।