১৯৪৭, রাতারাতি দু’টুকরো হয় ভারত। মানচিত্রে অবিভক্ত বাংলার একটা অংশ পড়ল পূর্ব পাকিস্তানে। ১১ লক্ষ বাঙালি বাস্তুহারা হয়ে চলে এলেন এ পারে। প্রায় এক কাপড়ে ভিটেমাটি ছেড়ে। দক্ষিণ কলকাতা তখন জলা-জঙ্গলে ভর্তি। সেখানেই ঘর বাঁধতে শুরু করলেন। স্বাধীনতা সংগ্রামী সন্তোষ দত্ত, কালাভাই ধীরেন্দ্রনাথ রায়চৌধুরীদের নেতৃত্বে গড়ে ওঠে বিজয়গড় উদ্বাস্তু কলোনি। কলকাতার প্রথম বাস্তুহারা কলোনি। বা জবরদখল কলোনি। তিন বছরের মধ্যে বিজয়গড়ের কায়দায় গড়ে উঠবে অন্তত ১৫০টি কলোনি।