লাখো ভক্তের প্রার্থনা কী করে মনে রাখবেন গণপতি? চিঠি লিখেই মনের ইচ্ছা জানান ভক্তেরা
কোটা শহরের গণেশ মন্দির। এখানে এসে ভক্তেরা জাবেদা খাতায় লিখে রাখেন নিজেদের প্রার্থনা।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২০:০৭
Share:
Advertisement
আগে হাতে লেখা চিঠিতে গণেশের কাছে মনের ইচ্ছা জানাতেন ভক্তেরা। সেই চিঠি রাখা হত ঠাকুরের পায়ের কাছে। পরে বাড়তে থাকে ভক্তের সংখ্যা। বাড়তে থাকে চিঠির সংখ্যাও। কাগজের টুকরো হারিয়ে যাওয়ার ভয় থাকে। তাই চিঠির বদলে চালু হয় রেজিস্টারের ব্যবস্থা।