১০ থেকে ৮০ শতাংশ ছাড়ে কেনাকাটা? ‘চৈত্র সেলে’র শেষ দিনে গড়িয়াহাট-হাতিবাগানে উপচে পড়া ভিড়।
প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: জয়
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৯:২০
Share:
Advertisement
কেউ বলছেন এ বছর বিকিকিনি কম হয়েছে, কেউ আবার লাভের অঙ্কে মোটের উপর খুশিই। চৈত্রের শেষ দিনে ‘সেলের বাজারে’ গরম উপেক্ষা করেই চলল বিকিকিনি। গড়িয়াহাট হোক বা হাতিবাগান— ছাড়ের সুযোগ নিতে ভিড় জমাল উত্তর থেকে দক্ষিণ।