মাথায় আষাঢ়ের মেঘ-বৃষ্টি। কলকাতার রাজপথে পাশাপাশি মমতা ও অভিষেক। একুশে জুলাইয়ের আগে ষোলো জুলাই। বাংলাদেশি সন্দেহ রাজ্যের বাসিন্দাদের দেশের বিভিন্ন প্রান্তে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ তৃণমূল নেত্রীর। মনে করালেন, বাংলাতেও ভিন রাজ্যের দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন।