চাকরিহারা শিক্ষকদের ধর্নায় অবরুদ্ধ বিকাশ ভবনের সামনের রাস্তা। ১৫ মে রাতে কলকাতা পুলিশের বেধড়ক লাঠিচার্জের পরেও সরানো যায়নি অবস্থান। পুলিশের পালটা অভিযোগ সরকারী সম্পত্তি ভাঙচুর করেছেন তাঁরা। বিভিন্ন থানায় আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে মামলাও করে পুলিশ। বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের। আদালতের নির্দেশ সরকারকে মানতেই হবে জানালেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানান আন্দোলনকে তিনি সর্মথন করলেও রাস্তা বন্ধ করে কারও অসুবিধা করার বিরোধী।