দিঘায় সস্ত্রীক জগন্নাথধাম দর্শন। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। যুযুধান দুই রাজনৈতিক শিবিরের দুই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ। এক ফ্রেমে বন্দি। সৌজন্যের এই বিরল নজিরেই তৈরি হয়েছে বিতর্ক। তোলপাড় রাজ্য রাজনীতি। সমাজমাধ্যমে যেন মন্তব্যের সুনামি। দিলীপ ঘোষের সমর্থনে বা নিশানা করে বক্তব্য। আর তাতেই দলের অন্দরে ফাটল প্রকট।