পাকিস্তান থেকে এসে বাংলায় বিয়ে! সন্তান-সন্ততি নিয়ে ৪০ বছরের সংসার, চন্দননগরে গ্রেফতার মহিলা

পহেলগাঁওয়ের ঘটনা খুঁড়ে বার করেছে ফতেমা বিবির অতীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ২০:৩৭
Share:
Advertisement

নাম ফতেমা মল্লিক। ৬০ পেরিয়েছেন। তাঁর গ্রেফতারি নিয়ে সরগরম চন্দননগর। শুধু চন্দননগরই না এই খবরের জল গড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত। ঘটনায় জড়িয়েছে পাকিস্তানের নামও। অভিযোগ, ফতেমা পাকিস্তানের নাগরিক! রবিবার চন্দননগরের কুঠির মাঠ এলাকা থেকে পুলিশ ফতেমাকে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, ফতেমা ১৯৮০ সালে পাকিস্তান থেকে পর্যটক ভিসায় ভারতে আসেন। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তার পর এখানেই সংসার। সন্তান, সন্ততি, পরিবার। পহেলগাঁওয়ের ঘটনা ফতেমার অতীত খুঁড়ে বার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement