Paschimbanga Day

‘রাজ্যপাল সই না করলেও ১ বৈশাখ পালিত হবে বাংলা দিবস’, বললেন মুখ্যমন্ত্রী

শ্যামাপ্রসাদের ছবি দেওয়া জামা পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়কেরা, আপত্তি জানান স্পিকার

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৫
Share:
Advertisement

পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব আনা হল বিধানসভায়। ১ বৈশাখকে রাজ্য দিবস করার পক্ষে সওয়াল করা হয়েছে ওই প্রস্তাবে। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব দেওয়া হল। প্রস্তাব পাশ করানোর প্রতিবাদে তুমুল হইচই হল বিধানসভায়। প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে প্রস্তাব পাশ করানো হলেও তা রাজ্যপালের অনুমোদন পাবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিরোধিতার মধ্যেই সরকারের আনা প্রস্তাব ‘বাংলা দিবস’ হিসাবে ১ বৈশাখ, ও রাজ্যের গান হিসাবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিধানসভায় পাশ হয়। যদিও বাংলা দিবস ঘোষণার বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে রাজভবনে যাচ্ছেন বিজেপি বিধায়কেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement