২০২৪ সালের ৫ অগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে। চলতি বছর এপ্রিলে ব্যাংকক বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে পলাতক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়েছেন বলে দাবি করেন ডঃ মুহাম্মদ ইউনূস। যদিও প্রতিবেশী দেশের অস্থায়ী সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের পর নিজেদের বিবৃতিতে হাসিনার প্রসঙ্গই তোলেনি ভারত। কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা হলেও সরকারি ভাবে সরকারের কোনও মন্ত্রী এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। এই চাপানউতরের মধ্যে শেখ হাসিনার ভারতবাস নিয়ে নাম না করে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।