সরাসরি সরকারি বিদ্যালয়, বা সরকারি সাহায্যপ্রাপ্ত ২০২৬টি স্কুলকে বই কেনার জন্য এক লক্ষ টাকা করে দিচ্ছে শিক্ষা দফতর। তালিকায় রয়েছে শেক্সপিয়রের ‘মিড সামার নাইটস ড্রিম’ বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’-এর মতো বই। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুরের থেকে শুরু করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বইও। সঙ্গে জায়গা করে নিয়েছে মুখ্যমন্ত্রীর লেখা ‘কন্যার চোখে কন্যাশ্রী’, ‘বিকেলটা হারিয়ে গেছে’, ‘নন্দী মা’, ‘অনশন কেন’, ‘জাগো বাংলা’-সহ প্রায় ৯০টি বই।