দেড় বছরেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর। জাতিহিংসায় মৃত ২০০-রও বেশি। মেইতেই, কুকি দুই সম্প্রদায়ের প্রায় ৬০ হাজার মানুষ ঘরছাড়া। মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী গৃহযুদ্ধ সামাল দিতে ব্যর্থ। এই অভিযোগ বহু দিনের। ৫ ফেব্রুয়ারি আচমকাই পদত্যাগ করেন এন বীরেন সিংহ। কেন? নেপথ্যে কোন অঙ্ক?