Brigade Rally

ব্রিগেডে ছন্দে ফিরবে রাজ্য রাজনীতি: সেলিম। রোজগারটাই মূল ইস্যু: মিনাক্ষী

লোকসভা ভোটের আগে ডিওয়াইএফআইয়ের ডাকা ব্রিগেড সমাবেশ নিয়ে বাম কর্মী-সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। রবিবার সভার আগে মঞ্চ বাঁধার তদারকিতে এলেন মহম্মদ সেলিম ও মিনাক্ষী মুখোপাধ্যায়েরা।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ২০:১৯
Share:
Advertisement

‘যৌবনের ডাকে জনগণের ব্রিগেড’। রাজ্যজোড়া ‘ইনসাফ যাত্রা’ শেষে ৭ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সমাবেশের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, তার এমনই নাম দেওয়া হয়েছে। ইতিমধ্যে রবিবারের ব্রিগেডের জন্য ‘থিম সং’ও প্রকাশ করেছে বামেরা, যা আদতে ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানের প্যারোডি। মঞ্চ বাঁধার কাজ কেমন চলছে, শনিবার তা দেখতেই ময়দানে হাজির হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবারের সমাবেশ থেকেই ‘ছন্দে ফিরবে’ বাংলার রাজনীতি, আশা তাঁর। রবিবারের সমাবেশের মূল উদ্যোক্তা যিনি, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়, তিনিও হাজির ছিলেন ব্রিগেডে। আসন্ন লোকসভা ভোট মাথায় থাকলেও, ৭ তারিখের ব্রিগেড শুধু নির্বাচনী সমাবেশ নয়, দাবি মিনাক্ষীর। “যত দিন না সকলের কাজের এবং শিক্ষার অধিকার স্বীকৃত হচ্ছে, তত দিন বিরামহীন লড়াই চলবে,” স্বভাবোচিত ঢঙে হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে লড়াই করা বাম যুবনেত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement