খবর পাওয়া মাত্র দৌড়ে গিয়েছিলেন। গিয়ে দেখেছিলেন ভয়াবহ অবস্থা। চারিদিকে মৃতদেহের স্তূপ। পোড়া দেহ চেনার উপায় নেই। তা সত্ত্বেও বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন জরুরি জিনিসপত্র। তবু কাউকে বাঁচাতে না-পারার আক্ষেপ এখনও রয়ে গিয়েছে মেঘানিনগরের বাসিন্দাদের মনে।