সপ্তম শ্রেণির পাঠক্রম থেকে কাঁচি ‘মোগল সাম্রাজ্য’, পড়তে হবে ‘মহাকুম্ভ’, ইতিহাস মুছবে কেন্দ্র
যাঁরা ইতিহাস মুছে ফেলতে চেষ্টা করেন তাঁরা নিজেরাই হারিয়ে যান বলে কটাক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:১৬
Share:
Advertisement
সপ্তম শ্রেণির সমাজবিজ্ঞান বই থেকে বাদ ‘মোগল সাম্রাজ্য’। বদলে থাকবে ‘মগধ’, ‘মৌর্য’, ‘শুঙ্গ’ এবং ‘সাতবাহন সাম্রাজ্য’-এর কথা। থাকবে প্রয়াগরাজের ‘কুম্ভমেলা’। আর এ নিয়েই বিতর্ক।