অমরনাথ দর্শনের সাধ বহু হিন্দু ভক্তেরই। পথের প্রতিকূলতা বাধা হয় না। এবারও হয়নি। পহেলগাঁও হামলার ভয়ও ভক্তরা জয় করেছেন অনায়াসেই। চলছে যাত্রা। আর এই যাত্রাপথের নেপথ্যে থেকে গিয়েছেন বুটা মালিক। জনশ্রুতি, পহেলগাঁওয়ের বাসিন্দা এই মেষপালক মুসলিম নাকি প্রথম খোঁজ পেয়েছিলেন অমরনাথের। এমনটাই দাবি উত্তরসূরিদেরও।