ভূত-প্রেত, উপদেবতা-অপদেবতা নিয়ে আড্ডা দিতে গিয়ে তমোঘ্ন নস্কর শোনালেন নিজের গা ছমছমে অভিজ্ঞতার কথা। গল্প করতে করতে জানা গেল সমাজে শিকড় গজিয়ে ফেলা অজস্র পৌরাণিক গল্প এবং প্রথার ব্যাখ্যা। পেশায় মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার তমোঘ্ন কার আদলে তৈরি করলেন তাঁর জনপ্রিয় চরিত্র শ্রীশচন্দ্র ন্যায়বানকে, আড্ডায় শোনা হল সেই কথাও।