নেহাত আষাঢ়ে নয়, ‘তেনাদের’ গল্প কি তা হলে সত্যি? ভূত নিয়ে আড্ডায় কী বললেন গবেষক
লৌকিক-অলৌকিক নিয়ে আড্ডায় গবেষক ও প্রাবন্ধিক ঋক্সুন্দর বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যে লিখে ফেলেছেন অশরীরীদের নিয়ে আস্ত একটি অভিধান।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:৪৯
Share:
Advertisement
বাংলায় প্রথম ভূতের গল্প কবে লেখা হয়? কোথায় পাওয়া যায় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভূতের খোঁজ? প্ল্যানচেটে কি আত্মারা সত্যিই সাড়া দেয়? ভূত নিয়ে আমাদের মনে অসংখ্য প্রশ্ন। মানুষ ভয় পায়, কিন্তু ভূতের গল্প শুনতেও ছাড়ে না।