নোবেল শান্তি পুরস্কার তাঁর পাওয়া উচিত বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার বলেছেন সে কথা। পূর্বতন প্রেসিডেন্ট ওবামা বিনা কারণে নোবেল পেয়েছেন, এ কথা বলতেও কসুর করেননি। বিশ্ব জুড়ে আট সংঘাত থামিয়েছেন বলেও দাবি করেছেন। নোবেল কমিটির স্বীকৃতি অবশ্য শেষমেশ পেলেন না। চলতি বছরে নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজ়ুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।