হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’ থেকে অনুপ্রাণিত বাংলা ছবির ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের কৌতুহল থাকেই। এবার আসছে ‘সোনার কেল্লায় যকের ধন’। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই ছবিতে ফিরছে সোনার কেল্লা এবং মুকুলের নস্টালজিয়া। তার আগে মুখোমুখি পর্দার বিমল, কুমার এবং ড. রুবী চ্যাটার্জি অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং কোয়েল মল্লিক।