Oscars 2025

আমেরিকা প্যালেস্টাইনে শান্তির পথে বাধা, অস্কারমঞ্চে দাবি সেরা তথ্যচিত্রের পরিচালকের

সেরা তথ্যচিত্র বিভাগে অস্কারজয়ী প্যালেস্টাইনি ও ইজ়রায়েলি চলচ্চিত্র নির্মাতাদের বানানো ছবি ‘নো আদার ল্যান্ড’। অস্কারমঞ্চেই দুই নির্মাতা সরব হন প্যালেস্টাইনে ইজ়রায়েলের দখলদারি নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৯:৩৪
Share:
Advertisement

বেসেল আদ্রা। প্যালেস্টাইনি প্রতিরোধী এবং সাংবাদিক। ইউভল আব্রাহাম। ইজ়রায়েলি সংবাদিক। সঙ্গে দু’দেশের দুই চিত্র সাংবাদিক হামদান বালাল আর রেচেল শোর। প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি সেনা ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে বছরের পর বছর। ঘরছাড়া হচ্ছেন অগুণতি প্যালেস্টাইনি। অনেকেরই আশ্রয় জুটছে গুহায়। এ সব নিয়েই আদ্রা, আব্রাহামদের ছবি। আর দুই ইজ়রায়েলি ও প্যালেস্টাইনি সাংবাদিকের মধ্যে অসম বন্ধুত্বের গল্প। ট্রাম্প যখন গাজ়ায় পর্যটন কেন্দ্র বানানোর স্বপ্নে মশগুল, তখন অস্কারমঞ্চে স্বীকৃতি পেল প্যালেস্টাইনে ইজ়রায়েলি দখলদারির নগ্ন বাস্তবের তথ্যচিত্র। পুরস্কার হাতে এক ভয়মুক্ত প্যালেস্টাইনি জীবনের আশা করেন আদ্রা। আর আব্রাহাম সরাসরি নিশানা করেন ট্রাম্পের বিদেশনীতিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement