বেসেল আদ্রা। প্যালেস্টাইনি প্রতিরোধী এবং সাংবাদিক। ইউভল আব্রাহাম। ইজ়রায়েলি সংবাদিক। সঙ্গে দু’দেশের দুই চিত্র সাংবাদিক হামদান বালাল আর রেচেল শোর। প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি সেনা ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে বছরের পর বছর। ঘরছাড়া হচ্ছেন অগুণতি প্যালেস্টাইনি। অনেকেরই আশ্রয় জুটছে গুহায়। এ সব নিয়েই আদ্রা, আব্রাহামদের ছবি। আর দুই ইজ়রায়েলি ও প্যালেস্টাইনি সাংবাদিকের মধ্যে অসম বন্ধুত্বের গল্প। ট্রাম্প যখন গাজ়ায় পর্যটন কেন্দ্র বানানোর স্বপ্নে মশগুল, তখন অস্কারমঞ্চে স্বীকৃতি পেল প্যালেস্টাইনে ইজ়রায়েলি দখলদারির নগ্ন বাস্তবের তথ্যচিত্র। পুরস্কার হাতে এক ভয়মুক্ত প্যালেস্টাইনি জীবনের আশা করেন আদ্রা। আর আব্রাহাম সরাসরি নিশানা করেন ট্রাম্পের বিদেশনীতিকে।