পহেলগাঁওয়ের জঙ্গি হামলা প্রভাব ফেলেছে অমরনাথ যাত্রাতেও। এখনও পুরোপুরি কাটেনি আতঙ্ক। হামলার আগে ২ লক্ষের বেশি মানুষ অমরনাথ যাত্রার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার মধ্যে এখনও পর্যন্ত নিশ্চিত করেছেন কয়েক হাজার মানুষ। তথ্য অনুযায়ী, নাম নথিবন্ধকরণের হার গত বছরের তুলনায় কম। পরিস্থিতি বিচার করেই এ বার আরও কঠোর হয়েছে নিরাপত্তা। জাতীয় সড়ক থেকে শুরু করে ট্রানজিট ক্যাম্প, যাত্রীনিবাস মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়।