‘টুকরো’ হল পাকিস্তান, বালোচিস্তানকে স্বাধীন ঘোষণা করলেন বিদ্রোহী বালোচ নেতা মীর ইয়ার

‘আমরা পাকিস্তানি না, আমাদের পরিচয় বালোচিস্তানি’, এক্স হ্যান্ডেলে পোস্ট বিদ্রোহী মীর ইয়ার বালোচের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৬:০৭
Share:
Advertisement

মহম্মদ আলি জিন্নাহ্-র হাত ধরে সাতচল্লিশে স্বাধীন। তখন থেকেই বালোচিস্তান নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান। যার সূত্রপাত কালাত শহরে। ইসলামাবাদের দখলদারিতে। স্বায়ত্তশাসনের ক্ষমতাকে সীমিত করা হয়। বালোচিস্তানকে পাকিস্তানে অন্তর্ভূক্তি করার প্রক্রিয়া শুরু হলে বিদ্রোহ ছড়ায়। তখন পাকিস্তানের ক্ষমতায় জেনারেল পরভেজ মুশারফ। বালোচের উপর দমনপীড়ন বাড়ে। বিগত দুই দশক যা প্রতিহত করে আসছে বালোচিস্তানের বিদ্রোহীরা। এ বার সরাসরি নিজেদের স্বাধীন বলে ঘোষণা করলেন, বালোচিস্তানের জাতীয়তাবাদী নেতা মীর ইয়ার বালোচ। বুধবার এক্স হ্যান্ডেল পোস্ট করে বিদ্রোহী মীর ইয়ার বালোচ লেখেন— ‘প্রিয় ভারতীয় দেশপ্রমিক গণমাধ্যম, ইউটিউব সহযোদ্ধা এবং ভারতের বুদ্ধিজীবীদের উদ্দেশে বলা হচ্ছে, বালোচদের দয়া করে পাকিস্তানি বলবেন না। আমরা পাকিস্তানি না, আমাদের পরিচয় বালোচিস্তানি। পঞ্জাবিরাই একমাত্র পাকিস্তানি, যারা কোনও দিন বোমা হামলা, গুম এবং গণহত্যার সম্মুখীন হননি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement