কখনও ইরাকের সঙ্গে সংঘাত, কখনও ইজ়রায়েলের সঙ্গে। মার্কিন মুলুকের সঙ্গে বিবাদ তো আছেই। ১৯৭৯-র বিপ্লবের পর কট্টরপন্থী হয়েছে ইরান। তবে ইরানের সাহিত্য খোঁজ করেছে মুক্তচিন্তার। হাফিজ়ের দেশের সাহিত্য-সংস্কৃতি খোঁজ করেছে মুক্তির। পারনিয়া আব্বাসিও মজেছিলেন কবিতায়। তরুণ প্রজন্মের কবি হিসাবে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন। কবিতার সেই যাপনচিত্র মিলিয়ে গেল অচিরেই।