ব্রিগেডে গীতাপাঠের আসরে মারধরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই অসম্মান, আতঙ্ক এখনও ভুলতে পারছেন না প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল। প্রশাসনের কাছে তাঁর দাবি, আর কোনও ফেরিওয়ালার যেন তাঁর মতো অভিজ্ঞতা না হয়। রিয়াজুল একা নন। আর এক ফেরিওয়ালা শ্যামল মণ্ডলের দাবি, রবিবারের ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করার কারণে হেনস্থা করা হয় তাঁকেও।