চিপকো থেকে নর্মদা বাঁচাও। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ আন্দোলনের সাক্ষী থেকেছে ভারতবর্ষ। সাম্প্রতিক অতীতে মানুষের অধিকারের আন্দোলনে পরিবেশের প্রশ্ন জড়িয়ে গিয়েছে আরও বেশি করে। পরিবেশ রক্ষার একরোখা জেদে বিশ্বকে চমকে দিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। ভারতে সেই একই কথা বলে চলেছেন লিসিপ্রিয়া কাঙ্গুজাম। সমাজমাধ্যমের ডাকে পথে নেমে পরিবেশ রক্ষার সেই আন্দোলনকেই যেন অন্য মাত্রা দিলেন দিল্লিবাসী।