‘শান্তির দূত’ বলে সুখ্যাতি। ‘সুখের পায়রা’ বলে অপবাদ। তবে তাদের বাদ দিয়ে কলকাতা কল্পনা করা যায় না। সেই পায়রা কি অসুখেরও দূত? অন্তত তেমনটাই মনে করছে আমচি মুম্বই। বিখ্যাত কবুতরখানা বন্ধ করা নিয়ে বিতর্কের জল আরব সাগরে গড়িয়েছে। চিকিৎসকেরা সচেতন করছেন কলকাতাবাসীকেও।