সোমবার নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনার উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃষ্টির জলের পাশাপাশি রাজনীতির জলও কম গড়াচ্ছে না উত্তরবঙ্গে!