বিশ্বশক্তির অক্ষরেখায় ঘূর্ণি পিচের আবহ। চিনের তিয়ানজিনে সাংঘাই কর্পোরেশন শিখর সম্মেলনে কাছাকাছি চিন, রাশিয়া এবং ভারত। গালওয়ানের সংঘাত সরিয়ে এখন হিন্দি-চিনি ভাই ভাই। অরণ্যের প্রাচীন প্রবাদ যেন ঘোরতর বাস্তব। সাত বছরের নানা টানাপড়েন পেরিয়ে পাশাপাশি মোদী, জিনপিং। দোসর ভারতের পুরনো বন্ধু রাশিয়া। তিনে মিলে ‘ট্রয়কা’। পশ্চিম বিশ্বের চোখ রাঙানি জবাব দিতে পাল্টা জোট।