Nandigram

প্রতিরোধ থেকে ‘পরিবর্তন’, মমতা বনাম শুভেন্দু, এখন ‘সেবাশ্রয়’, বহু রূপে দেখা রাজনীতির নন্দীগ্রাম

মমতা বনাম শুভেন্দু রাজনৈতিক লড়াইয়ের নন্দীগ্রামে নতুন উদ্দীপনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:১৩
Share:
Advertisement

সেই নন্দীগ্রাম। ভূমি উচ্ছেদ, প্রতিরোধ, আন্দোলন, মৃত্যু এবং পরিবর্তন। ভাঙাবেড়া, সোনাচূড়ার শহিদ বেদির ক্ষয়ে যাওয়া আখরে এখনও লেখা পুরনো সেই দিনের কথা। দিন বদলেছে। বদলের নন্দীগ্রাম দেখেছে একদা দুই সহযোদ্ধার বিপরীত অবস্থান। মমতা-শুভেন্দু ‘হাই ভোল্টেজ’ রাজনৈতিক লড়াই থেকে ছাব্বিশের ভোটের দোরগোড়ায় এসে নিস্তরঙ্গ নন্দীগ্রামে ঢেউ তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’। রাজনীতি আছে, আছে অভিমান, ক্ষোভ, এমনকি চাপা ভয়ও। রাজনীতির নন্দীগ্রাম যেমন সরব, মানুষের নন্দীগ্রাম যেন তেমনই মৌন। আন্দোলনের বছর আঠেরো পরে কেমন আছে নন্দীগ্রাম?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement