সেই নন্দীগ্রাম। ভূমি উচ্ছেদ, প্রতিরোধ, আন্দোলন, মৃত্যু এবং পরিবর্তন। ভাঙাবেড়া, সোনাচূড়ার শহিদ বেদির ক্ষয়ে যাওয়া আখরে এখনও লেখা পুরনো সেই দিনের কথা। দিন বদলেছে। বদলের নন্দীগ্রাম দেখেছে একদা দুই সহযোদ্ধার বিপরীত অবস্থান। মমতা-শুভেন্দু ‘হাই ভোল্টেজ’ রাজনৈতিক লড়াই থেকে ছাব্বিশের ভোটের দোরগোড়ায় এসে নিস্তরঙ্গ নন্দীগ্রামে ঢেউ তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’। রাজনীতি আছে, আছে অভিমান, ক্ষোভ, এমনকি চাপা ভয়ও। রাজনীতির নন্দীগ্রাম যেমন সরব, মানুষের নন্দীগ্রাম যেন তেমনই মৌন। আন্দোলনের বছর আঠেরো পরে কেমন আছে নন্দীগ্রাম?