মহালয়ার এখনও বেশ দেরি। পিতৃপক্ষ পেরিয়ে দেবীপক্ষ শুরু হবে পঞ্জিকা মেনে। তবে বাংলায় যেন দুর্গার আবাহন সারা। শাস্ত্রমতে নয় অবশ্য। তবে এও এক অকাল বোধনই বটে। রাম নাম সরিয়ে দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদীর মুখে দুর্গা নাম। প্রধানমন্ত্রীকে নানা ঘরানার দুর্গামূর্তি উপহার দিয়ে প্রচ্ছন্ন বার্তা দিয়েই রেখেছিল বঙ্গ বিজেপি। পাল্টা এল একুশে জুলাই। বাংলায় পাকাপাকি দুর্গাঙ্গন তৈরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুগ্গা দুগ্গা করেই শুরু ভোটের রাজনীতি।