আবেগী অনুপম, তখন বেঙ্গালুরুর প্রবাসী বাঙালি, গানের খাতায় লিখে ফেলেন কত কী মনের কথা
শান থেকে শ্রেয়া, শ্রীকান্ত থেকে রূপঙ্কর, সোমলতা থেকে প্রস্মিতা, ইন্ডাস্ট্রির গায়কদের গান শোনালেন অনুপম।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ২০:৫৯
Share:
Advertisement
বাংলা ছবির পরিচালকদের কাছে ভরসার নাম অনুপম রায়। সঙ্গীতের দায়িত্ব তাঁর কাঁধে দিয়ে নিশ্চিন্ত হন নির্মাতারা। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই কথায় সুরে গান বাঁধেন অনুপম। যে কোনও বয়সের শ্রোতাই সহজে সেই গানের সঙ্গে নিজেকে খুঁজে পায়।