তিনি বলছিলেন ঘরছাড়া মানুষের ঘরে ফেরার কথা। তিনি বলছিলেন বিহারের অস্মিতা-আত্মসম্মানের কথা। যে বিহার শুধু দেশে শ্রমিক সরবরাহের ‘ফ্যাক্টরি’ নয়, যে বিহার জ্ঞানের; যে বিহার নালন্দা, তক্ষশীলার; সেই হারিয়ে যাওয়া বিহারকে ফিরিয়ে আনার কথাই বলছিলেন প্রশান্ত কিশোর। নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতার জন্য ভোটের ‘স্ট্র্যাটেজি’ করেছেন। বিহারের পরাজয়ে নেতা পিকের কাছে কি হারলেন ভোটকুশলী পিকে? না কি হেরেও জাগিয়ে রাখলেন অন্য সম্ভাবনা!