দিল্লির কাছে, এনসিআর এলাকার মধ্যেই অবস্থিত মাঙ্গরবানি জঙ্গল। সেখানে পুরাতাত্ত্বিক সমীক্ষা চালিয়ে ২০০টিরও বেশি প্রাচীন প্রস্তরযুগের পাথরের হাতিয়ার পাওয়া যায়। সপ্তাহখানেক ধরে চলা ওই সমীক্ষার নেতৃত্ব দেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআইয়ের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর জেনারেল এসবি ওটা।