হাতে মোবাইল। স্ক্রিনে চলছে রিল্স। দুনিয়ার খবর থেকে শুরু করে নাচ, গান, রান্না, সাজগোজ। সময়ের খেয়াল থাকছে না। রিল্স আসক্তি কতটা চিন্তার?