প্যালেস্তাইনের সমর্থনে কথা বললেই আমেরিকায় বাতিল করা হচ্ছে ভিসা। গ্রেফতার করা হচ্ছে। নয়তো দ্রুত দেশে ফেরত যেতে বলা হচ্ছে। এই তালিকায় নতুন নাম রঞ্জিনী শ্রীনিবাসন। রঞ্জিনী একজন ভারতীয়। আমেরিকায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।
রঞ্জিনীর থেকেও খারাপ অবস্থা মাহমুদ খলিলের। মাহমুদও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্নাতক স্তরে পড়াশোনা শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের পুলিশ মাহমুদকে পিছমোড়া করে বাঁধে। বাড়ি থেকে তুলে নিয়ে যায়। মাহমুদের অপরাধ তিনি ক্যাম্পাসে প্যালেস্তাইনের সমর্থনে জমায়েত করেন। বিক্ষোভ দেখান।