ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গ্রামগুলি। যেন শ্মশানের শূন্যতা। সুচেতগড়ের ছবিটা এমনই। ঘর-বাড়ি সব তালাবন্দি। স্কুলেও তালা। ভয়ে গ্রামছাড়া অসংখ্য মানুষ।