২০১৩ সালে হিন্দি ছবি ‘আশিকী ২’। এক যুগ পর সেই আবেগ ফিরিয়েছে ‘সৈয়ারা’। দাবি করছেন দর্শকেরাই। একবার দেখেও অনেকের আশ মিটছে না। কেউ আবার বলছেন সবটাই সমাজমাধ্যমের প্রচার।
ছবির সবটা জুড়ে শুধুই এক রাগী নায়কের সঙ্গে নরম স্বভাবের নায়িকার চুটিয়ে প্রেমের গল্প। ভালবাসার মানুষের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়া। তবে এ তো বলিউডে নতুন নয়। তবে কোন ম্যাজিকে জেন জ়ি-র মন ছুঁয়েছে ‘সৈয়ারা’— খোঁজ নিল আনন্দবাজার ডট কম।