Sandeshkhali Incident

প্রাক্তন বাম নেতার বর্তমান পরিচয় ‘শাহজাহানের দাদু’, আনন্দবাজার অনলাইনে মোসলেম শেখ

শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ একশো শতাংশ ভুল, দাবি করছেন মোসলেম শেখ।

প্রতিবেদন: সৌরভ ও রিঙ্কি, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০০
Share:
Advertisement

এক সময় সন্দেশখালির বাম নেতা, তিনি প্রধান থাকার সময় সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছিল। মোসলেম শেখ বর্তমানে সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েতের সহ-সভাপতি। তবে তাঁর আর একটি পরিচয় আছে। যখন প্রায় রোজই সংবাদ শিরোনামে সন্দেশখালি, তখন ওই অন্য পরিচয়টিই বোধহয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মোসলেম শেখ সম্পর্কে শাহজাহান শেখের দাদু। ‘নাতি’ পরিশ্রম করেই সম্পত্তি বানিয়েছে, কারও জমি জোর করে কেড়ে নেয়নি শাহজাহান, দাবি করছেন মোসলেম। সবই বিরোধীদের চক্রান্ত, বিজেপি-বামেরা সন্দেশখালিতে জমি না পেয়ে এ সব গল্প বানাচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। সালিশি সভায় ন্যায়বিচার সুনিশ্চিত করা থেকে দানখয়রাতি— প্রৌঢ় নেতার জবানিতে শাহজাহান এলাকার ‘মসিহা’, তাঁর উত্থানের পরই নাকি ‘শান্ত’ হয়েছিল বাম আমলের ‘অশান্ত’ সন্দেশখালি। শাহজাহানের কার্যকলাপে কোনও সংশোধন প্রয়োজন ছিল কি? ‘বেতাজ বাদশা’র কোনও ত্রুটি দেখছেন না দাদু। জোর গলায় বলছেন শাহজাহানের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অসত্য। ইডি-র অভিযানের দিন ঠিক কী হয়েছিল? শিবু-উত্তমের সঙ্গে শাহজাহানের কী রকম সম্পর্ক? পলাতক শাহজাহানের খোঁজ নিয়েছেন? আনন্দবাজার অনলাইনের প্রশ্নের মুখোমুখি মোসলেম শেখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement