১৮৫৭ সাল। ইস্টার্ন বেঙ্গল রেলওয়েজ় কলকাতার সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গের মধ্যে যোগাযোগের পরিকল্পনা শুরু করে। শিয়ালদহ থেকে পাতা হয় ৬০ মাইল রেল লাইন। এরপর একে একে যুক্ত হয় চম্পাহাটি, দমদম, রানাঘাট, ডায়মন্ড হারবার, ক্যানিং, শিলিগুড়ি, অসম। এখন ২০টি প্ল্যাটফর্ম। রোজ কমবেশি ২০ লক্ষ মানুষের যাতায়াত। শান্তিনিকেতন থেকে ট্রেন কলকাতা আসার পথে এই শিয়ালদহ স্টেশনেই নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসম্মেলন সেরে কলকাতায় আসার পর শিয়ালদহ স্টেশনে পা রাখেন স্বামী বিবেকানন্দ। এই শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন নিয়েই নতুন করে বিতর্ক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে শিয়ালদহের নাম রাখার প্রস্তাব বিজেপি’র।