‘মন্নত’-এর ভিতর তিনি এক জন দায়িত্ববান স্বামী, ভরসা জোগানোর বাবা, ফ্যামিলি ম্যান— শাহরুখ
ছেলেকে দেখতে জেলে যেতেন মুখ লুকিয়ে। আরিয়ান— জুনিয়র খানের আত্মপ্রকাশে মঞ্চে বাবা শাহরুখ। ‘মুফাসা’র ‘সিম্বা’।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৪:১২
Share:
Advertisement
পরিবারের গুরুত্ব সবচেয়ে আগে। এক জন আদ্যন্ত ফ্যামিলি ম্যান শাহরুখ খান। দায়িত্ববান স্বামী এবং কর্তব্যপরায়ণ বাবা। স্ত্রী, ছেলে, মেয়েকে ঘিরেই তাঁর যাবতীয় পৃথিবী। মেয়ে সুহানার আত্মপ্রকাশের পর এ বার ক্যামেরা, লাইট্স, অ্যাকশন— আলোর বৃত্তে আরিয়ান খান।