Shahjahan Sheikh Arrested

‘হিমবাহের চূড়া মাত্র’, শাহজাহানের গ্রেফতারির পর ‘পঞ্চায়েত হিংসা’র উল্লেখ রাজ্যপালের

শাহজাহানের গ্রেফতারির ৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক। রাজভবন থেকে বিশেষ বার্তা রাজ্যপালের।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫১
Share:
Advertisement

সন্দেশখালি গিয়ে কথা দিয়ে এসেছিলেন, মা, বোনেদের সম্মান রক্ষা করবেন। বৃহস্পতিবার শেখ শাহজাহান গ্রেফতার হতেই রাজভবন থেকে ‘আনন্দসংবাদ’ পৌঁছে দিলেন রাজ্যপাল আনন্দ বোস। “সন্দেশখালির মা, বোনেরা ভেবেছিলেন এটা (শাহজাহানের গ্রেফতারি) কখনও সম্ভব নয়। মহিলারা একজোট হয়েছেন, সে কারণেই তাঁদের প্রতিরোধ সাফল্য পেয়েছে”, শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের। রাজ্যের সাংবিধানিক অভিভাবক হিসাবে তাঁর পরামর্শ, “গণতন্ত্রে ধৈর্য্য ধরতে হয়। সুবিচারের জন্য সময় লাগে। এখন দোষারোপের সময় নয়, সরকার, গণমাধ্যম, মানুষ— সবার উচিত একসঙ্গে কাজ করা।” একই সঙ্গে পঞ্চায়েত হিংসার কথা উল্লেখ করে রাজ্যের ‘গুন্ডারাজ’ নিয়েও এ দিন সরব হয়েছেন সিভি আনন্দ বোস। প্রশাসন অরজকতা মেনে নেবে না, আইনি হাতেই দমন করবে, আশ্বাস আনন্দ বোসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement