দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি দিয়েছেন। কেজরীর শিশমহল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, এই আলিশান বাংলো বেআইনি ভাবে চারটি সরকারি সম্পত্তি জুড়ে জুড়ে তৈরি। তাকে পুরনো অবস্থায় ফেরানোর আর্জি জানিয়েছেন বীরেন্দ্র। বিজেপির ঘোষণা, নতুন মুখ্যমন্ত্রী ব্যবহার করবেন না রাজধানীর ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের শিশমহল। ২০১৫ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরীওয়াল। গত বছরের অক্টোবরে ইস্তফা দেন। এই সময়ের মধ্যে ওই বাড়িতেই থাকতেন তিনি। গত কয়েক বছর ধরে চলেছে সংস্কারের কাজ। কাজ শেষ, শুরু বিতর্ক। কেজরীওয়াল অবশ্য প্রধানমন্ত্রীর জীবনযাত্রা তুলে ধরে বিজেপির মোকাবিলা করতে চেয়েছিলেন, কিন্তু তা যে দানা বাঁধেনি, ভোটের ফলে স্পষ্ট।