বঙ্গোপসাগরের ছোট একটা দ্বীপ। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অতি প্রাসঙ্গিক। সেন্ট মার্টিন দ্বীপই নাকি তাঁর সরকারের পতনের নেপথ্যে। সাম্প্রতিক অডিয়োবার্তায় এমনটাই দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যার সঙ্গেও ওই দ্বীপকে জড়ালেন তাঁর কন্যা। কী গুরুত্ব সেন্ট মার্টিন দ্বীপের? কেন বাংলাদেশ রাজনীতিতে বার বার ঘুরেফিরে আসে তার নাম?