সিঙ্গুরের জমিতে ৩ প্রজন্ম ধরে চাষ করেন অসীম দাস। ৫ কাঠার কাছাকাছি জমি ছিল তাঁর। ছিল, না কি আছে, না কি থেকেও নেই? অসীমবাবু ঘুরিয়ে দেখালেন সেই জমি। কোথাও কোথাও মানুষ-সমান গর্ত, কোথাও পড়ে কংক্রিটের ডাঁই, কোথাও জমির নীচে মোটা মোটা পাইপ। সিঙ্গুরের চাষের জমি ঘুরে আর যা দেখলাম।