২৮ অক্টোবর থেকে বাংলায় এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। ২০০২-এর ভোটার তালিকায় নিজের বা বাবা-মায়ের নাম থাকলে আপনাআপনি নাম উঠবে নতুন তালিকায়। সেটা না থাকলে তখন ১১টি নথির যে কোনও একটি দেখানোর কথা। সে সব নথি দেখাতে পারবেন তো? পদবি বদল ঝামেলায় ফেলবে না তো? এসআইআর নিয়ে চিন্তায় যৌনকর্মীরা।