Locket chatterjee

এ যেন দেখেও না দেখা! মাহেশে পাশাপাশি দাঁড়িয়েও শত যোজন দূরেই লকেট-শোভনদেব

সম্ভাবনা থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের ছবি দেখল না মাহেশের মন্দির।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৮:২৪
Share:
Advertisement

রথের টানে কাছাকাছি এলেন ঠিকই, কিন্তু কথা হল কি? শ্রীরামপুরের মাহেশে রথযাত্রায় শামিল হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। একই সময়ে প্রায় পাশাপাশি দাঁড়িয়েই জগন্নাথ দেবকে স্পর্শ করে পুজোও দিলেন দু’জনে। এমনও ছবি ধরা পড়ল, শোভনদেব যখন জগন্নাথের পায়ে মাথা ঠেকাচ্ছেন, তখন আরাধ্য দেবকে মালা পরিয়ে দিচ্ছেন লকেট। এরপরও কথা বলা তো দূর অস্ত, সৌহার্দ্য বিনিময় থেকেই নিজেদের বিরত রাখলেন রাজ্যের দুই হেভিওয়েট রাজনীতিক। পাশাপাশি দাঁড়িয়ে পুজো দিলেন, কোনও কথা হল? প্রশ্নের জবাবে মুচকি হেসে লকেটের উত্তর, “আমি দেখতে পাইনি, বুঝতেই পারিনি।” অন্যদিকে শোভনদেব বললেন, “উনি (লকেট) কখন এসেছেন আমি জানি না। আমি আমার পরিবারের সঙ্গে এসেছি, প্রত্যেকবারই আসি। উনি হয়ত এ বছর এসেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement