বাংলা ছবির অন্যতম সুন্দরী নায়িকা তিনি। ‘মসালা’ ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত। ২০২৪ এ তাঁর একের পর এক ছবি মুক্তি পাবে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘বাবুসোনা’, আসছে ‘আমার বস’ ‘দেবী চৌধুরানী’। মুক্তির আগে উত্তর কলকাতার এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নায়িকা। সঙ্গে পরিচালক শুভ্রজিৎ মিত্র। গঙ্গার পারে হাওয়া খেতে খেতে নস্টালজিয়ায় ভাসলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।